১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম, ময়মনসিংহ, সারা বাংলা শম্ভূগঞ্জ লালকুঠি দরবার শরীফে খাজা মুহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহ: ফাতেহা শরীফ সম্পন্ন।।
৩, মার্চ, ২০২১, ৭:০২ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমলঃ

 

গাউছুল আযম শাহ খাজা মুহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহঃ
হুজুর পাকের ৬৫ তম ফাতেহা শরীফ শম্ভূগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফে ১৮ ফাল্গুন সোমবার, মঙ্গলবার ও বুধবার সকালে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের শম্ভূগঞ্জ লালকুঠি পাক দরবারে মুজাদ্দেদিয়া তরিকতের জান্ডা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে শম্ভূগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফে ফাতেহা শরীফকে বৃহত্তর ময়মনসিংহ তথা বাংলাদেশের বিভিন্ন জেলা সহ উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে আশেকানগন ফাতেহা শরীফকে অংশ গ্রহন করেন বলে মাজার শরীফ সুত্রে জানাগেছে।

হযরত পীরে কেবলা আব্বাজানের আওলাদগনের পক্ষে গদীনশীন পীরজাদা আলহাজ্ব শাহ খাজা মুহাম্মদ রেজাউল হক আল-মুজাদ্দেদী মুজাদ্দেদীয়া,
পীরজাদা খাজা মোহাম্মদ সুজাউদদৌলা ( সুজা হুজুর) ও
পীরজাদা খাজা মোঃ আলাউল হক ( অলি হুজুর)

তরিকত মিশন (সদর দপ্তর) লালকুঠি দরবার শরীফের পক্ষে সত্য তরিকা মতে সালাতে ফজর ও সালাতে মাগরিবের পর ফাতিহা শরীফ পাঠ ও সালাতে জোহর, সালাতে মাগরিব ও এশার পর নফল নামায পাঠ করে ইন্তেকাল প্রাপ্ত জামে আম্বিয়া, জামে আউলিয়া, শহীদান, ছালেহীন, জাকেরান ও মুমীন মুসলমানগনের আরওয়াহ পাকের হুজুরে ছোওয়াব রেছানী করা হয়।

আখেরী মোনাজাতে সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করা হয়।
বিশ্ব যেনো নতুন দিন পায়, বাংলাদেশের মানুষকে আল্লাহতায়ালা যেন রক্ষা করেন করোনা থেকে,বাংলাদেশ থেকে যেন অভাব-অনটন,দূর হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।