১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল
৪, মার্চ, ২০২১, ৬:১৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান, গৌরীপুর প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি,সাপ্তাহিক রাজগৌরীপুরের সম্পাদক ও গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল’হৃদরোগ জনিত কারনে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, চিকিৎসাধীন আছেন। উনার আশুরোগ মুক্তি কামনায় (৩ মার্চ/২১) বুধবার সন্ধ্যায় গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, কমল সরকার, প্রেসক্লাব সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাবেক সহ সভাপতি আজম জহিরুল ইসলাম, আলী হায়দার রবীন, হুমায়ূন কবীর, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি মহসীন মাহমুদ শাহ, সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল আমিন,ওবায়দুর রহমান, শাহজাহান কবীর,শাহ আলম রাজিবুল হক প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের মোয়াজ্জিম রহমত উল্লাহ।