ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ নগরীর জেলখানার চরে রুবেল হত্যাকান্ডে তার স্ত্রীকে জান্নাতুল মিম আখিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। মুক্তাগাছার কাঠবউলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে দিদারুল ইসলাম রুবেলের মুতদেহ বুধবার রাতে ময়মনসিংহ নগরীর চর জেলাখানার বেরীবাধ থেকে উদ্ধার করে কোতোয়ালী পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা মোখলেছুর রহমান কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১৫, তাং ৪/৩/২০২১ দায়ের করে।
নিহতের পরিবার জানায়, জান্নাতুল মীম আখির সাথে প্রায় একযুগ আগে দিদারুল ইসলাম রুবেলের বিয়ে হয়। তাদের ঘরে নয় বছরের একটি মেয়ে ও সাত বছরের একটি ছেলে সন্তান রয়েছে। জান্নাতুল মীম উচ্ছৃংখল জীবন যাপন করায় সংসার জীবনে তাদের সুখ শান্তি ছিলনা বললেই চলে। এর পরও সুখ শান্তির আশায় রুবেল তার স্ত্রী সন্তানদের নিয়ে শ্বশুর এলাকায় বসবাস করতেন। অশান্তির আগুনে জ্বলতে থাকা দিদারুল ইসলাম রুবেল গত এক মার্চ বাড়ি থেকে বের হয়ে আসে। এর দুদিন পর বুধবার রাতে ময়মনসিংহ নগরীর চর জেলখানার বেরীবাধ এলাকায় তার রক্তাক্ত লাশ পায় পুলিশ। রুবেল প্রথমে প্রাণ কোম্পানীতে সেলসম্যান হিসাবে কাজ করলেও পারিবারিক কারণে গত কিছুদিন ধরে নিজেই গ্যাসের চুলার সরঞ্জাম এনে বিক্রি করছেন। নিহতের পরিবার এ হত্যাকান্ডে স্ত্রী জান্নাতুল মীম আখিকে আসামী করে মামলা দায়ের করে। নিহতের পিতাসহ পরিবারের অভিযোগ আখির উচ্ছৃঙ্খলতায় বাধার কারণে অন্যান্যাদের সহায়তায় সে তার স্বামী দিদারুল ইসলাম রুবেলকে হত্যা করেছে। কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, নিহতের স্ত্রী জান্নাতুল মীম আখিকে গ্রেফতার করা হয়েছে। হত্যার রহস্য উদ্ধাঘাটনসহ জড়িতদের তথ্য জানতে তাকে রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।