তথ্যপ্রতিদিন. কমঃ
ময়মনসিংহে বহুতল ভবনগুলোতে গড়ে উঠা শপিং মল সহ বিভিন্ন ভবনে অসতর্কতার কারণে আগুন লেগে পুড়ে মানুষের মৃত্যুসহ ব্যবসায়িক ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ীরা। গত দুইদিন পুর্বেও নগরীর সুচনা শপিং পয়েন্ট বহুতল ভবনে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে।
একটি দুর্ঘটনা সাড়া জীবনের কান্না। এই কান্নার রুল পড়ে ভবনগুলোর মালিক-ভাড়াটিয়াদের গাফিলতি ও অসতর্কতার করণে।
ভবন গুলোতে আগুন লাগলেও বের হওয়ার রাস্তা সংকট হয়ে পড়ে। কারণ চতুর্দিক বন্ধ থাকে শপিং ব্যবসায়ীদের ডেকোরেশনের করনে। থাকেন আগুন নিভানোর সরঞ্জাম।
থাকলেও এর ব্যবহার জানেনা কেউ। এসব ভবন নির্মাণের অনুমোদনেও রয়েছে ঘাফলা। ফায়ার সার্ভিস,পি ডব্লিউ ডি,সিটি কর্পোরেশনসহ কারো অনুমোদনের তোয়াক্কা না করে ইচ্ছামাফিক বিল্ডিং নির্মাণ সহ বিভিন্ন অনিয়ম রয়েছে এসব ভবনে।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারই লক্ষে ঝুকিপুর্ণ এসব ভবন পরিদর্শনের মাধ্যমে অভিযান চালাচ্ছেন আগুন থেকে মানুষকে নিরাপত্তা জোড়ধার করতে । তারই ধারাবাহিকতায় ২৯শে অক্টোবর দিনভর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান নগরীর নতুন বাজার এলসকায় সেইলর,মফিজ উদ্দীন ইনডেক্স প্লাজাসহ কয়েকটি বহুতল ভবনে অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনি-ভবনগুলোতে অগ্নি নির্বাপক সরঞ্জামসহ বিভিন্ন যন্ত্রপাতির ত্রুটি ও ভবন গুলোতে চারদিকে কোন দরজা-জানালা পাননি। আগুন লাগলে একটা মানুষ বের হবে অথবা বিপদগামীরা ভবনের বাহিরে কারো কাছে সহযোগীতা চাইবে এমন ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়মে ভবন মালিক ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাতদিনের মধ্যে ভবনের এসব অনিয়ম, ত্রুটি সংশোধনের জন্য মুছলেকার মাধ্যমে সময় দেন। নির্ধারিত সাতদিনে এসব ত্রুটি না সাড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুসিয়ারী করেন।