১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ দায়িত্ব গ্রহণ করেছেন ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক এনামুল হক
৭, মার্চ, ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক।

নব নিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ২০০৩ সালের ৩১ মে ২১তম বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দান করেন।

তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের সন্তান। তার বাবার নাম মোহাম্মদ আব্দুস সামাদ ও মাতার নাম মোসাম্মৎ ফিরোজা বেগম।

ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি জামালপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন জেলা প্রশাসক এনামুল হক।

নতুন এই জেলা প্রশাসক বলেন, ময়মনসিংহের ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশের প্রথম সারির জেলায় রূপান্তরের চেষ্টা করবো এবং জেলা প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে একটি টিম হিসেবে কাজ করবো। সে লক্ষে তিনি ময়মনসিংহ
বাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।