১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ, সারা বাংলা ৭ মার্চের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
৮, মার্চ, ২০২১, ৭:৪৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং স্যুভেনির শিট অবমুক্ত করেছেন।

গতকাল রোববার (৭ মার্চ) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এ ডাকটিকিট অবমুক্ত করেন। এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।

এদিন ঢাকা জেনারেল পোস্ট অফিসের (জিপিও) ফিলাটেলিক ব্যুরো থেকে ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং স্যুভেনির শীট বিক্রি করা হয়। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু তার অগ্নিগর্ভ ভাষণের মাধ্যমে দীর্ঘ লালিত স্বাধীনতা অর্জনের জন্য পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ডাক দেন।

১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) লাখ লাখ স্বাধীনতাকামী মানুষের সমাবেশে বঙ্গবন্ধু স্বাধীনতার প্রকৃত ঘোষণা করে বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ ।

 

mp news