২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, নেত্রকোনা অান্তঃনগর হাওড় এক্সপেস ট্রেনের নামাজখানাও অবৈধ দখলে।
২৯, অক্টোবর, ২০১৯, ১১:৫০ অপরাহ্ণ -

মোহনগঞ্জ প্রতিনিধিঃ

অান্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের নামাজ খানা লোকল ট্টেনের বগিতে রূপ নিয়েছে। এই অসাধু কাজটি করে থাকে কর্তব্যরত স্টাফ ও সুবিধাবাদী ব্যক্তিবর্গ।

নামাজ খানায় ৩০/৪০ জন বা তারও অধিক যাত্রী উঠানো হয়, সাধারণ যাত্রী ষ্টেশানে অাসা মাত্রই টিকেট কাউন্টার থেকে টিকেট করতে না করে, নিজেদের হেফাজতে কম টাকায়, সীট সহ গন্তব্যে পৌঁছে দিবে এমনটা বলে নামাজ খানায় নিয়ে যায়। ১৫০/২০০ টাকা করে যাত্রীদের কাছ থেকে নেয়া হয়। নামাজ খানার পবিত্রতা নষ্ট করে এই রকম অপকর্ম করে অাসছে। নামাজ খানার অবমাননা করছে। মসজিদ কে অাল্লাহর ঘর বলা হয়, নামাজ খানা এর অংশ বিশেষ। নামাজ খানার পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। এমন যদি হয় নামাজ খানার অবস্থা তাহলে এই ট্রেনে নামাজী যাত্রীরা কি ভাবে নামাজ অাদায় করবে এমন প্রশ্ন জনমনে থেকেই যায়? নির্ভরযোগ্য সুত্রে জানা যায় নামাজ খানা ক্ষকটির জন্য প্রতিদিনই ২/৩ হাজার টাকা উক্ত বগির দায়িত্বরত কর্মীকে গুনতে হয়। ট্রেনের অনেক নামাজী মুসুল্লিগন জানিয়েছেন, নামাজ পড়তে গেলে এটেনেডণ্ট খারাপ অাচরন করে থাকে। রেল বিভাগের কর্তা ব্যাক্তিদের চোখে এসব অনিয়ম ধরা পড়ে না। সকল যাত্রী সাধারণ অাশা করেন মাননীয় রেল মন্ত্রী জরুরী ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে এই রকম অপকর্ম টি কোন স্টাফ না করতে পারে।