সেলিম মিয়াঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার।
কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৮০০ পেল গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে। নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৮ এ সকাল ৮ঃ৪০ টায় অবতরনকৃত মাসকাট থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-BG022 এর সীট নং-২২সি এর নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০ টি স্বর্ণবার পাওয়া যায়, যার মোট ওজন ৫ কেজি ৮০০ গ্রাম।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।