শামীম খান গৌরীপুরঃ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষির্কী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত (টানা তৃতীয় বার) মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
বুধবার পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র, পৌর পরিষদ ও তাঁর সমর্থকরা। এর আগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর শহরে শোভাযাত্রা বের হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র, পৌর পরিষদ ও তার সমর্থকরা বঙ্গবন্ধু চত্বরে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে পৌরসভা কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়। কেককাটা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিথুন, ছাত্রলীগ নেতা সৈয়দ রাফসান জানি অভি প্রমুখ।