স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনে তার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ,দোয়া ও কেক কাটার মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে ময়মনসিংহ জেলা,মহানগর, সদর উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে ২০ মার্চ শনিবার সকসল ১১টায় ময়মনসিংহে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে সুন্দর মহলস্থ দলীয় কার্যালয় মিলনায়তনে কেক কেটে তার জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীদের মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘এ দেশে সাবেক রাষ্ট্রনায়ক প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের মতো অত্যাচারিত, নিষ্পেষিত ব্যক্তি আর ছিলো না। উনার বিপক্ষে রায় দেওয়ার জন্য ৭ বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে তাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে। তবুও দেশের মানুষের কল্যাণে অত্যাচার তাকে দমাতে পারে নাই।
তিনি আরও বলেন, ‘আগামী দলকে আরো শক্তিশালী করে আগামীতে এ জাতীয় পার্টিকে ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
পরে তিনি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে দলের নেতাকর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে বিশালাকৃতির কেক কাটেন এবং পথচারী ও গরীব হত-দরিদ্র অসহায়দের মাঝে শুকনা খাবার বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা ডাঃ কে আর ইসলাম ।
আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আউয়াল সেলিম । ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ শরীফুল ইসলাম খোকন,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, জেলা জাপার দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আবজাল হোসেন হারুন, মহানগর জাতীয়পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান সবুজ,শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক রুকুনুজ্জমান জুয়েল, যুগ্ম প্রচার সম্পাদক মুমিনুল ইসলাম মানিক, তথ্য ও প্রযোক্তি বিষয়ক সম্পাদক ফরিদ হোসেন, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলী, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি বাদশা মিয়া, জেলা জাতীয় তরুন পার্টির আহবায়ক কাওসার আহম্মেদ, জেলা পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক আলী হোসেন প্রমুখ নেতৃবৃন্দ
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল