১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ গৌরীপুরে স্যামসাং শো-রুমের চাল কেটে ৩ লাখ টাকার মোবাইল চুরি
২২, মার্চ, ২০২১, ৬:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুরে শো-রুমের টিনের চাল কেটে প্রায় ৩ লাখ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়েছে চোর।রোববার মধ্যরাতে পৌর শহরের সরকার ইলেকট্রনিক্সে স্যামসাং ইলেক্ট্রা শোরুমে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে পৌর শহরের উত্তর বাজার এলাকায় সরকার ইলেকট্রনিক্সে স্যামসাং ইলেক্ট্রার শোরুম রয়েছে।
রোববার রাতে প্রতিষ্ঠানের মালিক ইমরান সরকার রাজন শোরুম বন্ধ করে বাড়ি ফিরে যান। পরের দিন সোমবার বেলা ১১ টার দিকে শোরুম খোলে দেখেন টিনের চাল কেটে চুরের দল শো-রুম থেকে ১৯ টি স্যাংসাং ব্র্যান্ডের(স্মার্টফোন) মোবাইল নিয়ে গেছে। চুরি যাওয়া মোবাইলের মূল্য প্রায় ৩ লাখ টাকা।
ইমরান সরকার রাজন বলেন সুরক্ষার জন্য মোবাইলগুলো শো-রুমের ডিপ ফ্রিজে রেখে লক করে রাখা ছিল। কিন্ত চোর শো-রুমের টিনের চাল কেটে প্রবেশ করে ডিপ ফ্রিজের লক ভেঙে ১৯টি মোবাইল চুরি করে নিয়ে গেছে। দোকানে আরো দামী পণ্য থাকলেও সেগুলো নেয়নি। শো-রুমের সিসিটিভি ক্যামেরায় চুরি ফুটেজ ধারণ করা আছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দীকী বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।