শামীম খান গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় নাগরিকদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম অতিথি থেকে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।
ভোটাররা নিজে পৌরসভা কার্যালয়ে এসে স্মার্ট কার্ড সংগ্রহ করেন। পৌরসভায় স্মার্ট কার্ড ধারীর সংখ্যা ১৩৮০ জন।
স্মার্ট কার্ড বিতরণের সময় পৌরসভার কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন ২০১৯ সালে যারা নতুন ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন তাদেরকে স্মার্ট কার্ড দেয়া হয়েছে। মঙ্গলবার অধিকাংশ কার্ডধারীর মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে। বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে স্মার্ট কার্ড কাজে লাগবে।