৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিশেষ সংবাদ এসপি শাহ্ আবিদের অতিরিক্ত ডিঅাইজি পদোন্নতিতে রেঞ্জ ডিআইজির শুভেচ্ছা।
৩০, অক্টোবর, ২০১৯, ১:৫৭ অপরাহ্ণ -

সুমন চন্দ্র ঘোষ

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন পিপিএম(বার)অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি)পদে পদোন্নতি পাওয়ায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মঙ্গলবার রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ময়নসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম শাহ আবিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় ময়নসিংহ রেঞ্জ অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ড. আক্কাস উদ্দিন ভূঞা, ময়নসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ হলেন- যশোর জেলার পুলিশ সুপার মঈনুল হক পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার টি,এম, মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন খান বিপিএম (বার), পিপিএম এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিপিএম।