শামীম খান, গৌরীপুরঃ
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গৌরীপুর পৌরসভায় বিশেষ পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে।
এ উপলক্ষে গৌরীপুর পৌরসভার উদ্যোগে ও বিডি কিন এর সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টায় গৌরীপুর পৌরসভায় পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রিয় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যাদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিডি কিন এর সকল সদস্যগণ। পরে পৌর পরিষদ থেকে র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলোতে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিডি কিনের সদস্যগণ ও পরিচ্ছন্ন কর্মীরা পরিচ্ছন্নতার কাজ করে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল