২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর শেরপুরের নকলা পৌরসভায় মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা
৩০, অক্টোবর, ২০১৯, ৪:২৬ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার নকলা পৌরসভার আয়োজনে মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর বুধবার দুপুরের দিকে পৌরসভার মিলনায়তনে এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, পৌরসভার সচিব মো. মনিরুল হাসান আজাদ, সহকারী প্রকৌশলী আলহাজ্ব মো. আব্দুল মোতালেব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোমমান আরা জান্নাত, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায় কারী মো. মোশাররফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা প্রমুখ।

এসময় কর আদায় কারী মো. মুনছুর আলী, অফিস সহকারী মোছা. রিনা বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সেলিম মিয়া, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, টিকাদান কারী মোছা. আসমাউল হোসনা, সড়ক বাতি পরিদর্শক মোছা. শিউলী বেগম, কাউন্সিলর আব্দুল আওয়াল সেলিম, ছাইয়েদুল ইসলাম, জরিফ হোসেন, ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম রুবেলসহ অন্যান্য কাউন্সিলর, কম্পিউটার অপারেটর মো. রাজিব হাসান ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।