শামীম খান গৌরীপুরঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (২এপ্রিল) বাদ জুম্মা ময়মনসিংহের গৌরীপুরে ইত্তেফাকুল ওলামা গৌরীপুর বড় মসজিদে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশের চেষ্টা করে। এসময় পুলিশী বাঁধার কারণে তাঁরা মসজিদ থেকে বের হতে পারেনি। পরে তারা মসজিদের ভিতরেই সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল ওলামা গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি নাজিম উদ্দিন আহমেদ। উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা মোঃ মুস্তাকীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা যোবায়ের, উপজেলা কমিটির নেতা মাওলানা মুফতী জুনাইদ, মাওলানা সুলতান মাহমুদ, হাফেজ আবুল কালাম, মাওলানা আজিজ, মাওলানা নুরুল্লাহ, হাজী ফজলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় হেফাজতের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও দলীয় নেতাকর্মী নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। বিচার করা না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল