মারুফ হোসেন কমলঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটুর পক্ষে আজ ২ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় মাস্ক বিতরণ করেন
গলগন্ডা ঢোলাদিয়া জেলখানা চর ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড।
করোনায় দ্বিতীয় ওয়েব মোকাবিলায় আজ সমিতির উদ্যোগে সকাল ১১ টায় করোনা সংক্রমন প্রতিরোধে দরিদ্র ভুমিহীনদের মধ্যে ৫ শতাধিক মাস্ক বিতরণ করেন ।
গলগন্ডা ঢোলাদিয়া চর জেলখানা ভূমিহীন সমিতি লি: (রেজি নং-১৪৯)এর উদ্যোগে মাস্ক বিতরণ বিতরণ অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দের মধ্যে সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাদির,মোঃ মোশারফ হোসেন( মুছা) উপদেষ্টা সহ-সভাপতি মো: আবু তাহের,যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ হোসেন কমল , বাবুল মিয়া,মো: দিলু,মো: রাকিবুল ইসলাম,রাশিদা,রতন,জ্যোতি,মো: রতন মিয়া পার্বতী,ইয়াসিন,
কাদির,বিপুল,রুমা রানী,আশিকুল, আবু তাহের, ফজলু মিয়া মো: আ: হান্নান,আকাশ,প্রদীপ,সালেহা,খোকন,হামিদুল, ইতি,তারা বানু, ইভা,আয়েশা প্রমূখ উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল