ময়মনসিংহ অফিসঃ
আজ ২ এপ্রিল ২০২১ শুক্রবার ময়মনসিংহে চড়পাড়ায় (নয়াপাড়ায়) প্রানবন্ত শেঠ স্পন্দন ও প্রাঞ্জল শেঠ রিদম নামীয় দুই সহোদরের ব্যতিক্রমধর্মী উদ্যোগে মুক্তবুদ্ধি পাঠচক্র( পাঠাগার) নামীয় স্ট্রিট লাইব্রেরির শুভ উদ্ধোধন করা হয়।
শিক্ষা-সংস্কৃতির সূতিকাগার খ্যাত বিভাগীয় নগরী ময়মনসিংহে স্থাপিত ব্যতিক্রমী এই পাঠাগারের নামকরণ করেন দেশবরেণ্য প্রথিতযশা সাহিত্যিক ও বিদগ্ধ পন্ডিত অধ্যাপক যতীন সরকার।
নয়াপাড়া রোডস্থ ব্রাদার্স এন্টারপ্রাইজ এর সন্মুক্ষস্থ স্ট্রীট লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক তপন সাহা চৌধুরী, মিলন কুমার চক্রবর্ত্তী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুকুল চন্দ্র দে, সমাজসেবক শুভ্রত চক্রবর্তী, ব্রাদার্স এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী উত্তম ধর,প্রজন্ম অনলাইন গ্রুপ এর প্রতিষ্ঠাতা অর্ণব দত্ত, স্ট্রিট পাঠাগারটির উদ্যোক্তা স্পন্দন- প্রাঞ্জল এর মা ময়মনসিংহ জজকোর্ট ও ট্যাক্সেস বারের বিজ্ঞ আইনজীবি সুতপা পাল গোপা,বাবা উন্নয়ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও সামজিক ব্যক্তিত্ব পুলক শেঠ, রেডিও ১৯ এর সত্বাধিকারী ও ইস্টিশন পাঠাগারের উদ্যোক্তা রনি রাসেল ও ময়মনসিংহ সিটিজেন এডভোকেসি ফোরামের সভাপতি সুমন চন্দ্র ঘোষ প্রমুখ।
এছাড়াও অত্র এলাকার বিপুলসংখ্যক সামাজিক -সাংস্কৃতিক সংস্থার নেতৃবৃন্দ স্বাস্থ্যবিধি বেধে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্যোক্তাদের সাধুবাদ জানান। মুক্তিবুদ্ধি পাঠচক্র( পাঠাগার) এর উদ্যোক্তা দুই সহোদর প্রায় অভিন্ন কন্ঠে বলেন, করোনাকালীন সময়ে তরুনদের ফেসবুক ও গেম আসক্তি দূর করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীবর্ষে পাঠাভ্যাস গড়ে তুলতে ও জ্ঞানের আলোয় উদ্ভাসিত মুক্তচিন্তার প্রগতিশীল সমাজ বিনির্মানের উদ্দ্যেশ্যেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল