৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ দুদক কর্তৃক গণপূর্তের ১১ জনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা ।
৩০, অক্টোবর, ২০১৯, ৪:৪০ অপরাহ্ণ -

চীফ রিপোর্টার –

ঢাকায় দুর্নীতি বিরোধী অভিযানে নাম আসা গণপূর্ত অধিদফতরের ১১ কর্মকর্তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ অক্টোবর) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

যে ১১ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা হলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সাজ্জাদ, মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের চৌধুরী, আফসার উদ্দিন, ইলিয়াস আহমেদ, স্বপন চাকমা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, ফজলুল হক, আবদুল মোমেন চৌধুরী।