শামীম খান,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে (৭ এপ্রিল) বিকেল ৫টায় গৌরীপুর মধ্যবাজারে লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমান আদালতে পরিচালিত হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান।
ভ্রাম্যমান আদালতে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় মধ্যবাজার বেগ সুপার মার্কেটে ২ টি ব্যবসা প্রতিষ্ঠান, বালুয়াপাড়া ১টি ব্যবসা প্রতিষ্ঠান এ মোট ১ হাজার ৫শ টাকা ও মাক্স না পরায় এক পথচারীকে ২শ টাকাসহ মোট ১ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম ও গৌরীপুর থানা পুলিশ। ##
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল