শামীম খান গৌরীপুরঃ
কিছু দিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে ময়মনসিংহেরর গৌরীপুরে। কিন্ত চলমান করোনা পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সঙ্কট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক।
এই অবস্থায় কৃষকরা নিজের উৎপাদিত ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন সেলক্ষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে জাপানে তৈরি কম্বাইন্ড হারভেষ্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে স্থানীয় কৃষক আব্দুল জব্বারকে কম্বাইন্ড হারভেষ্টার মেশিনের চাবি হাতে তুলে দেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন বলেন সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচীর আওতায় ৫০% ভর্তকি মূল্যে উপজেলার চারজন কৃষককে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে। এই মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তাবন্দি করা যাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি প্রমুখ।