শামীম খান গৌরীপুরঃ
গৌরীপুর দুই মাদকসেবীর কারাদণ্ড
ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
এর আগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ খ সার্কেলর পরিদর্শক চন্দন গোপাল সুর এর নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার গৌরীপুরে অভিযান চালিয়ে হেরোইন সহ দুই জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মাদক সেবনের উপকরণ সহ ছয় গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ১- ডৌহাখলা ইউনিয়নের চূড়ালী গ্রামে মৃত ইদ্রিছ খানের ছেলে হাবুল খান (৪০) চার মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা, জরিমানা অনাদায়ে ৭ দিন কারাদণ্ড। ২- পৌর শহরের মধ্যবাজার মহল্লার মৃত হরমুজ আলীর ছেলে আমিনুল ইসলাম আজমিন ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল