১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গাজীপুর গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা’র উদ্যোগে দুই দিনব্যাপী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
১১, এপ্রিল, ২০২১, ৬:০৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে “গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার” উদ্যোগে বিনামূল্যে সর্বসাধারণের মাঝে দুই দিনব্যাপী করোনা মোকাবিলা সচেতনতা মূলক আলোচনা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।

শনিবার ও রবিবার (১০/১১ এপ্রিল) দুই দিনব্যাপী বেলা ১১টায় উপজেলার মাওনা চৌরাস্তায় পথযাত্রীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাংবাদিক আব্দুল মালেক’র সার্বিক সহযোগিতায় দুই দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।

গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান ইকবাল এর সভাপতিত্বে মাস্ক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কামাল হোসেন অফিসার ইনচার্জ, মাওনা হাইওয়ে থানা, গাজীপুর রিজিয়ন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।