শামীম খান গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় বিডি কিনের সদস্যদের মাঝে ইমার্জেন্সি রেসপন্স টিমের কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
এ বিষয়টি নিশ্চিত করে বিডি কিনের গৌরীপুর উপজেলা সমন্বয়ক শাহাদাত আলম জানান, বিডি কিনের ৪০ জন সদস্যদের মাঝে ইমার্জেন্সি রেসপন্স কার্ড বিতরণ করা হয়েছে। যারা এই কোভিড-১৯ এর দুঃসময়ে তাদের পাশে থেকে সরকারি ত্রাণ বিতরণে সহযোগিতা করবে, করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী পালন করবে এবং মানব সমাজের কল্যাণে কাজ করবে এই টিম। ###
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল