১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে কুমড়ার বাম্পার ফলন ভালাে হওয়ায় চাষিদের মুখে হাসি ।
২০, এপ্রিল, ২০২১, ৮:২৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

,ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ইউনিয়নে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন ভালাে হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে । ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে বিনামূল্যে বীজ ও কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেয়ায় এবার ফলন ভালাে হয়েছে । জানা গেছে , ঠাকুরগাঁও জেলার সদর , পুরাতন ঠাকুরগাঁও , আখানগর , ঢােলারহাট , এবং ২১ টা ইউনিয়ন গ্রামে ঘুরে ঘুরে মাটিতে ৯ শ ৫০ ( চলমান ) হেক্টর জমিতে ব্লাক সুইটি , মিতালি , ব্লাক সিটি সেরা , ও সােহাগীসহ নানা জাতের মিষ্টি কুমড়ার বীজ বপন করেছেন কৃষকরা । আর এসব বীজ দিয়ে সহযােগিতা করেন কৃষি অফিস থেকে।কম খরচে অধিক লাভ হওয়ায় ঠাকুরগাঁও জেলায় দিন দিন বাড়ছে মিষ্টি কুমড়ার আবাদ । ফলন ভালাে হওয়ায় এবার সুদিনের স্বপ্ন দেখছেন ঠাকুরগাঁও জেলার চাষিরা । নিদিষ্ট সময়ে বাজারজাত ও সঠিক মূল্য পেলে তারা আশার আলাে দেখবে । আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৫ দিনের মধ্যে বাজারে মিষ্টি কুমড়া বিক্রি করতে পারবে কৃষকরা । সদর উপজেলার আখানগড় এলাকার কৃষক মাে . রফিকুল ইসলাম মিয়াইসলাম মিয়া জানান , এক বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষে সব মিলে খরচ হয় ৯ থেকে ১০ হাজার টাকা । ভালাে ফলন হলে এক বিঘা জমির উৎপাদিত মিষ্টি কুমড়া বিক্রি হবে ২৫-৩০ হাজার টাকা । কুমড়ার বীজ জমিতে বপনের ৮৫ থেকে ৯০ দিনের মধ্যেই কুমড়া বিক্রি করা সম্ভব বলে জানান চাষিরা । ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ – পরিচালক মাে . আবু হােসের জানান , ঠাকুরগাঁও  জেলায় এবার ৯ শ ৫০ ( চলমান ) হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে । কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাধ্যমে হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করা হয়েছে । মাঠ পর্যায়েও কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেয়া হচ্ছে ।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।