১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অর্থনীতি, সারা বাংলা মাঠপর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় খোলা রাখার নির্দেশ
২২, এপ্রিল, ২০২১, ১২:০২ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চলমান ‘লকডাউনে’ মাঠপর্যায়ে (বিভাগীয়/জেলা/উপজেলা) হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সীমিত পরিসরে খোলা রেখে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে অর্থ বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, মাঠপর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় বন্ধ থাকার কারণে বিভিন্ন পর্যায়ের সরকারি উন্নয়ন/নিয়মিত কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আর্থিক বছরের শেষ প্রান্তে বর্ণিত পরিস্থিতি বিবেচনায় মাঠপর্যায়ে (বিভাগীয়/জেলা/উপজেলা) হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সীমিত পরিসরে খোলা রেখে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ চলমান লকডাউন আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করে।