১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, স্বাস্থ্য ভয়াবহ করোনা পরিস্থিতিতে জনসচেতনার জন্য ময়মনসিংহ জেলা প্রশাসকের মাস্ক বিতরণ উদ্বোধন
২২, এপ্রিল, ২০২১, ১:৩১ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

ভয়াবহ করোনা পরিস্থিতিতে জনসাধারণকে সচেতন করার জন্য ময়মনসিংহ জেলা প্রশাসকের উদ্যোগে আজ ২১ এপ্রিল বুধবার দুপুর ১২ টায়

স্ট্রেশন রোডস্থ মেছুয়া বাজার মোড়ে মাস্ক বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক )মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন ও

এনডিসি মিজাবের রহমতসহ আরও বেশ কয়েকজন নির্বাহী ম্যাজস্ট্রেট। এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মাস্ক বিতরণ কালে জেলা প্রশাসক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আগামীকাল থেকে কাচাবজার রেলওয়ে স্টেশন চত্বরে স্থানান্তর করা হবে,লক লাউনে মানুষ স্বাস্থ্য বিধি মানা হচ্ছেনা,এব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।জেলা প্রশাসক সকলকেই স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।