১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, গৌরীপুর গৌরীপুরে নার্সের বাসায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি !
২৫, এপ্রিল, ২০২১, ২:৫২ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান, ময়মনসিংহঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স রওশন আরার বাসা থেকে দিনে-দুপুরে দুই লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ১ টার দিকে গৌরীপুর পৌরসভার মধ্য ভালুকা এলাকায় এ দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে।
এ ঘটনাটি নিশ্চিত করে উল্লেখিত নার্সের ছোট ভাই বাবলু মল্লিক জানান, ঘটনার দিন ভাগ্নে সৈকতকে বাসায় রেখে আপা হাসপাতালে ডিউটিতে ছিলেন। দুপুরে বাসায় তালা মেরে ভাগ্নে মসজিদে গিয়েছিল যোহরের নামাজ পড়তে। এ সুযোগে চোর বাসার দরজার তালা ভেঙ্গে ভেতর ঢুকে দুই লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।