১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম, ময়মনসিংহ ময়মনসিংহ টিসিএ’র সভাপতি নুরুজ্জামান, সম্পাদক দেলোয়ার
২৫, এপ্রিল, ২০২১, ৩:১৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান, ময়মনসিংহঃ

ময়মনসিংহে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত ক্যামেরাপার্সনদের নিয়ে ময়মনসিংহ টেলিভিশন ক্যামেরাজার্নালিষ্ট এ্যাসোসিয়েশন (এমটিসিএ) গঠন করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) ৭১টিভির ক্যামেরাপার্সন নুরুজ্জামানকে সভাপতি এবং যমুনা টিভির ক্যামেরাপার্সন দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থ সম্পাদক – নাজমুস সাকিব, ক্যামেরাপার্সন চ্যানেল২৪, প্রচার সম্পাদক – হোসেন আলী, সিনিয়র চিত্রসাংবাদিক সময়টিভি, সদস্য পদে – মাসুদ রানা, ক্যামেরাপার্সন এনটিভি, সায়েম আকন্দ, চিত্রসাংবাদিক সময়টিভি, শৈবাল দাস, ক্যামেরাপার্সন নিউজ২৪, নাজিমুদ্দিন সাঈদ, ক্যামেরাপার্সন চ্যানেল আই।