১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, গৌরীপুর গৌরীপুরে গাঁজা ব্যবসায়ীর জেল-জরিমানা
২৬, এপ্রিল, ২০২১, ৭:২৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান (ময়মনসিংহ)

ময়মনসিংহের গৌরীপুরে ফরাজ আলী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে জেল-জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
জানা গেছে ফরাজ আলী উপজেলার মাওহা ইউনিয়নের চল্লিশা কড়েহা গ্রামে মৃত মমরোজ আলীর ছেলে ফরাজ আলী একজন মাদক ব্যবসায়ী। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম কড়েহা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ফারাজ আলীকে এক কেজি গাঁজা সহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে একবছরের বিনাশ্রম জেলা ও দুই হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। জব্দ গাঁজা পুড়িয়ে দেয়া হয়েছে।