স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার জেলা সদরের চরসিরতাব এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে রবিবার ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা সদরেে চরসিরতা মাঠখোলা বাজার থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ী রয়েছে। ঐ নারী মাদক ব্যবসায়ী হলো, চরসিরতার বিমান হোসেনের স্ত্রী তাছলিমা ওরফে ময়না। এছাড়া অপর মাদক ব্যবসায়ী হলো,-চরসিরতা পশ্চিম পাড়ার মক্কুল ওরফে মকবুল হোসেনের ছেলে সুজাত আলী। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।