চীফ রিপোর্টার – স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ময়মনসিংহ ও ঢাকা জোনের জেলা ও উপজেলা অফিসে কর্মরত শতাধিক কর্মকর্তা ও কর্মচারী ৮ থেকে ১০ বৎসর যাবৎ কর্মরত থাকলে রহস্যজনক কারণে বদলী নেই। সরকারি নিয়ম অনুযায়ী ৩ বৎসর পার হলেই বদলীর নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। জানা যায়, তারাকান্দা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন ও হিসাব রক্ষক আলী হায়দার এক যুগ ধরে ময়মনসিংহে চাকুরী করলেও বদলী নেই। ময়মনসিংহ এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত উপসহকারী প্রকৌশলী আজাহার ও ল্যাব টেকনেসিয়ান আব্দুর রহিম ও সহকারী প্রকৌশলী ১০ বৎসর যাবৎ ময়মনসিংহে চাকুরী করছে বদলী নেই।
নেত্রকোণা এলজিইডি অফিসের হিসাব রক্ষক আশরাফ নিয়মনীতি লংঘন করে মোটা অংকের অর্থ খরচ করে পূর্বের কর্মস্থল ময়মনসিংহে বদলীর অর্ডার করিয়েছেন। অপর দিকে ভালুকা উপজেলা প্রকৌশলী ফরিদুল আলম একযোগের বেশি সময় ধরে ময়মনসিংহের গফরগাঁও, মুক্তাগাছা, ভালুকা উপজেলায় চাকুরী করছেন ময়মনসিংহের বাহিরে বদলী নেই। তিনি নির্বাহী প্রকৌশল পদে পদোন্নতী পেয়ে ময়মনসিংহ জোন অফিসে পোস্টিং বাগিয়ে নেয়। ময়মনসিংহ এলজিইডি নির্বাহী প্রকৌশলীর অফিসের সিনিয়র সহকারী প্রকৌশলী বাচ্চু মিয়া দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহে কর্মরত, মাঝখানে একবার বদলীর অর্ডার হয়। তিনি প্রভাব খাটিয়ে আবার ময়মনসিংহ এলজিইডি অফিসে পোস্টিং ভাগিয়ে নেয়। অপর দিকে ঢাকা ও গাজীপুরে বেশ কয়েকজন প্রকৌশলী ও হিসাব রক্ষক, উচ্চমান সহকারী দীর্ঘদিন যাবৎ চাকুরী করলেও বদলী নেই। এ ব্যাপারে এলজিইডি ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নূর হোসেন হাওলাদার এর সাথে কথা হলে তিনি বলেন, ময়মনসিংহ জোনে কর্মরত উপসহকারী প্রকৌশলী ও উচ্চমান সহকারী, হিসাব রক্ষক অনেকে ৮ থেকে ১০ বছর যাবৎ চাকুরী করছেন তাদেরকে বদলী করলে এমপি, মন্ত্রী দিয়ে তদবীর টেলিফোন করান তাদের বদলী করা যায় না চাপের কারণে। এ ব্যাপারে এলজিইডির প্রধান প্রকৌশলীর সাথে টেলিফোনে কথা বলার চেষ্টা করলে সম্ভব হয়নি।