আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদরে করোনা পরিস্থিতিতে জনসাধারণকে সচেতন করে করোনামুক্ত ময়মনসিংহ সদর উপজেলা উপহার দেওয়ার লক্ষে রোজার দিনেও রোজা রেখে,প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন, ইউনিয়ন পর্যায়ে মাস্ক বিতরণ ও জনসচেতনতামোলক প্রচার, বিভিন্ন ইউনিয়নে ভূমি অফিসের অবৈধভাবে দখলকৃত জায়গা উদ্ধার ও যারা মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার সরকারি ঘর পেয়েছে তাদের খোঁজ খবর নেওয়া ও বিভিন্ন প্রকল্পের উন্নয়নকর্মকান্ড পরিদর্শনসহ ব্যাপক কর্মতৎপরতা দেখিয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,এসিল্যান্ড সুরাইয়া আক্তার লাকী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।
শনিবার (১লা মে) দুপুরে উপজেলার কুষ্টিয়া ইউনিয়নে বিদ্যাগঞ্জ বাজারে করোনায় ক্ষতি গ্রস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার (চাল, ডাল, লবণ, তেল, চিনি, সেমাই ও আলু) বিতরণসহ ইউনিয়ন পর্যায়ে বসবাসকারী হিজড়াদের খাদ্য সহায়তা প্রদান, বিদ্যাগঞ্জ বাজারের অবৈধ দখলদার উচ্ছেদ ও মুজিব বর্ষে গরীব হত-দরিদ্র অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপহার ঘরে বসবাসকারীদের খোজ খবর নিয়েছেন।
এসময় ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসাইন বলেছেন, ‘করোনা ভাইরাসসহ সব ধরনের দুর্যোগে খেটে খাওয়া ও কর্মহীন মানুষের কল্যাণে সহায়তা করে যাচ্ছে সরকার।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘দুর্যোগে শুধু সরকার নয়, দুর্দশাগ্রস্থ মানুষের পাশে বিত্তবানরাও সাড়া দিলে দেশের সব সমস্যা লাঘব করা সহজ হবে। এজন্য সরকারের পাশাপাশি মানবিকতার হাত বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
’
এসময় মহামারি করোনা ভাইরাস রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তারা।
দুস্থ অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহকসরী কমিশনার ভূমি সুরাইয়া আক্তার লাকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,ইউপি চেয়ারম্যান হাসান, ইউনিয়নের সকল ওয়ার্ডের মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল