১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ত্রিশালে নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের অপরাধে ৪ ব্যক্তিকে কারাদণ্ড দিলেন ইউএনও।।
২, মে, ২০২১, ১:৩৭ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

আরিফ রববানী ময়মনসিংহ।।

ময়মনসিংহের ত্রিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

শনিবার (১লা মে) উপজেলার বালিপাড়া ইছামতি এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)
তরিকুল ইসলামের নেতৃত্ব পরিচালিত মোবাইল কোর্টে ওই কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বালিপাড়া ইউনিয়নের চর ইছামতি নামক স্থানে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীন ৪ জন ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধ বালু উত্তোলনে জড়িত সকলের বিরুদ্ধে তদন্তপূর্বক নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। তিনি মোবাইল কোর্ট কে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।