১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ ঘাগড়ায় উপজেলা পর্যায়ে বিজয় ফুল তৈরী প্রতিযোগিতার প্রস্তুুতিমোলক আয়োজন।।
৩০, অক্টোবর, ২০১৯, ৯:৪৫ অপরাহ্ণ -

আরিফ রববানীঃ বর্তমান প্রজন্মদের মুক্তিযোদ্ধের চেতনায় জাগিয়ে তুলতে মহান মুক্তিযোদ্ধের ইতিহাস তাদের মাঝে তুলে স্বাধীনতার ইতিহাস তাদের মাঝে তুলে ধরাসহ উপজেলা পর্যায়ে বিজয় ফুল তৈরী প্রতিযোগিতার আয়োজনে অংশ গ্রহনে বর্তমান প্রজন্মকে মেধাবী জাতি হিসাবে গড়তে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বিজয় ফুল প্রতিযোগিতার প্রস্তুুতিমোলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩০শে অক্টোবর সকালে স্থানীয় ঘাগড়া ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতানুষ্ঠানে ইউনিয়নের সকল স্কুল,মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। ঘাগড়া ইউনিয়ন পরিষদের স্বনামধন্য,জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান সরকার সাজুর সভাপতিত্বে ও ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন অর রশিদ ও জহির উদ্দীন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আমিনুল ইসলাম বেলাল সরকার,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী,১নং ওয়ার্ডের মেম্বার আল-আমিন, আওয়ামীলীগ নেতা হান্নান সরকার বাবুলসহ ইউনিয়নের সকল শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান সরকার সাজু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মুক্তিযোদ্ধের ইতিহাস সম্বোলিত, জাতীয় সঙ্গীত,দেশাত্মবোধক গান,কবিতাবৃতিসহ এসেম্বলি ক্লাস পর্যবেক্ষণ করেন। এতে ইউনিয়নের ৪টি দাখিল মাদ্রাসা,২টি মাধ্যমিক স্কুল,ও ১৪ প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২০শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৃথক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।।