৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ বেনাপোল সীমান্তে আবারও স্বর্ণ সহ পাচারকারী আটক।
৩১, অক্টোবর, ২০১৯, ১০:৪১ পূর্বাহ্ণ -

আসাদুজ্জামান রিপন(বেনাপোল-যশোর):

যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তের বেলতলা মোড় থেকে ভারতে পাচারের সময় ৩ কেজি ৮ শত গ্রাম ৪৯ টি সোনারবার সহ মোমিন চৌধুরী (৬০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকাল ৭টার সময় তাকে আটক করা হয়।আটক মোমিন চৌধুরী সাদিপুর গ্রামের হাসু চৌধুরীর ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান.গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি আটক আসামি মোমিন চৌধুরী বিপুল পরিমান সোনারবার নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সাদিপুর সীমান্তে নিয়ে যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৮ গ্রাম সোনারবার সহ তাকে হাতেনাতে আটক করা হয় ।

তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।