৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৪ ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫ ॥ দেশীয় অস্ত্র ও দেড় হাজার পিচ ইয়াবা উদ্ধার
৩১, অক্টোবর, ২০১৯, ১১:১৬ পূর্বাহ্ণ -

তথ্যপ্রতিদি. কমঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে চার ডাকাত ও অপর আন্তজেলা মাদক ব্যবসায়ীসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও দেড় হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার পৃথক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে ডিবি পুলিশ আইন শৃংখলা রা, মাদক ও অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ডিবির এসআই শামীম আল মামুন মঙ্গলবার শেষ রাতে (বুধবার) সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি পুলিশ খবর পায় ত্রিশালের বৈলরে একটি অস্ত্রধারী ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ ধরণের ডিবির ওসি শাহ কামাল আকন্দ এবং তার মাধ্যমে পুলিশ সুপারের সাথে পরামর্শ করেন ডিবির ঐ দলটি। ডিবির ওসির নির্দেশে তাৎনিক নির্দেশনা ও পরিকল্পনা পেয়ে ঐ দলটি বৈলর এলাকায় ডাকাতদলকে গ্রেফতারে অভিযান চালায়। এক পর্যায়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে চার ডাকাতকে দেশীয় বিভিন্ন অস্ত্রসস্ত্র সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, ময়মনসিংহ সদরের বলাশপুরের সুজন মিয়া, জামালপুরের মাদারগঞ্জের মিজানুর রহমান ও সোহেল রানা এবং ঢাকার আশুলিয়ার সুজিত হালদার। অপর অভিযানে এসআই আলাউদ্দিন সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় শহরের পাটগুদাম ব্রীজ মোড় হাজী কাশেম আলী কলেজের সামনে থেকেদেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী পারভীন আক্তারকে গ্রেফতার করে। তার স্বামীর নাম আল আমিন। গ্রেফতারকৃতদের নামে পৃথক দুটি মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।