শামীম খান, (ময়মনসিংহ)
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৫ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে হেরোইন, গাঁজাসহ বুধবার (৫মে) ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ড জরিমানা প্রদান করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর এর নেতৃত্বে গৌরীপুর পৌরসভার ইসলামাবাদের মৃত মতি মিয়ার ছেলে মোঃ রুবেল (২৩) কে ১ বছর ৬মাস জেল ও ২ হাজার টাকা জরিমানা, সরকারপাড়ার মৃত নেকবর আলীর ছেলে মোঃ রূপচাঁন (৪০) কে ৩ মাস জেল ও ৫শ টাকা জরিমানা, ঘোষপাড়ার মৃত কিতাব আলীর ছেলে মোঃ অলি উল্লাহ (৪০) কে ৬ মাস জেল ও ৫শ টাকা জরিমানা, কালীপুর বাগান বাড়ীর মৃত আতিয়র রহমানের ছেলে একেএম হানিফুজ্জামান আজাদ (৪২) কে ৬ মাস জেল ও ১ হাজার টাকা অর্থদন্ড ও নয়াপাড়া মহল্লার মোঃ আজিবুল এর ছেলে মোঃ মানিক মিয়া (৩৫) কে ১ বছর ৩মাস কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। ###
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল