শামীম খান (ময়মনসিংহ)
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার স্টেশন রোডে মইলাকান্দা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মোঃ শামছুল আলম এর বাসায় দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় দুর্ধর্ষ চুরি হয়।
এ চুরির বিষয়ে মোঃ শামছুল আলম বলেন, আমার শ্বাশুড়ি অসুস্থ থাকায় বাসার সবাই দরজায় তালা দিয়ে হাসপাতালে তাঁকে দেখতে যাই। পাশের বাসার লোকজন দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে আমাকে ফোন দিলে আমি হাসপাতাল থেকে এসে দেখি স্ত্রীর হাতের ১জোড়া বালা, ১টি স্বর্নের আংটি ও ৩২″ এল.ই.ডি টিভি চুরি হয়। সব মিলিয়ে প্রায় ১ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনার পরপরই গৌরীপুর থানার এস.আই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল