১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ রাজধানীতে র‍্যাব ৪ এর অভিযানে উগ্রবাদী বই, লিফলেট ও অস্ত্রসহ জেএমবি’র ০২ সক্রিয় সদস্য গ্রেফতার ।
৩১, অক্টোবর, ২০১৯, ১২:২৪ অপরাহ্ণ -

চীফ রিপোর্টারঃ

৩০ অক্টোবর বুধবার রাত ২৩.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অতিরিক্তি ডিআইজি মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম ও মেজর মোঃ রাকিবুল হাসান এর নেতৃেত্ব “রূপনগর থানাধীন ক ব্লকস্থ দোয়ারিপাড়া কাঁচা বাজার সংলগ্ন বাইতুছ সালাম জামে মসজিদের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল-০১ টি, ওয়ান শুটারগান-০১ টি,

ম্যাগাজিন-০১ টি, গুলি-০২ রাউন্ড, ট্রাভেল ব্যাগ-০২ টি, খাকি প্যান্ট-০১ টি, গেঞ্জি-০১ টি, জাতিয়বাদি তালেবানের আসল চেহারা লেখা লিফলেট-১২ টি, উম্মুক্ত তরবারী নামক বই-০১ টি, আর্টিকেল বই-০১ টি, খোরাসান থেকে কালো পতাকা নামক বই-০১ টিসহ জেএমবি’র সক্রিয় সদস্য আসামী (১) মোঃ শাহজালাল (৩০), পিতা-মোঃ ফারুক মোল্লা, জেলা- বরিশাল এবং (২) ফজলুল হক শামীম (২৮), জেলা: ঢাকাদ্বয়কে গ্রেফতার করা হয়। এর আগে র‍্যাব ৪ এর একটি অভিযানিক দল ট্রাক সহ বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করেন গাবতলি থেকে ।