১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড
৭, মে, ২০২১, ৪:৪০ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান, গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিনের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পৌর শহরের স্টেশন রোড এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে গৌরীপুর পৌর শহরের স্টেশন রোড এলাকায় আলী হায়দার রবিনের মাল্টি ক্যাবল নেটওয়ার্ক নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে শহরের ডিশ ব্যবসা পরিচালনা করা হয়। শুক্রবার বেলা ১১ টার দিকে ওই প্রতিষ্ঠানের কন্ট্রোল রুমে অগ্নিকান্ডের সূত্রপাত হলে টিভি চ্যানেলর রিসিভার, ল্যাপটপ, অপটিক্যাল মিটার সহ অন্যান্য যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।
আলী হায়দার রবিন বলেন ধারণা করা হচ্ছে আইপিএসের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে টিভি চ্যানেলের ১৪ টি রিসিভারের মধ্যে গাজী টিভি রিসিভার ও ছিল। ২টি ল্যাপটপ, অপটিক্যাল মিটার সহ অন্যান্য প্রয়োজনী যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকার মত। তবে কন্ট্রোল রুমে সংযোগ দেয়ার পর জানা যাবে আরো কোন যন্ত্রপাতি ক্ষয়ক্ষতি হয়েছে কিনা।