স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত সুতিয়াখালী গ্রামের কৃষক হুমায়ুন কবিরের ক্ষেতের পাকা ধান কেটে তার পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা এম এ মোতালেব হোসেন। তাকে এ কাজে অনুপ্রেরণা প্রদান করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। গতকাল এই যুবলীগ নেতার নেতৃত্বে মহানগর যুবলীগের নেতা-কর্মীরা ছয়ঘন্টার কায়িক পরিশ্রমের পর প্রায় ৩০ শতাংশ জমির ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেয়। এর ফলে কৃষকের শ্রমিক ব্যয়সহ কমেছে অন্যান্য ব্যয়ও। এতে কৃষক হুমায়ন কবির খুব খুশি হয়ে মহানগর যুবলীগের নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুবলীগ নেতা এম এ মোতালেব হোসেন বলেন, “কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা ময়মনসিংহ মহানগর যুবলীগ কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। সঠিক সময়ে ধানকাটার অভাবে কোন কৃষকের ধান যেন নষ্ট না হয়ে যায় আমরা সেইদিকে খেয়াল রাখছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল