১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ আমড়াখালি বিজিবি চেকপোস্টে সোনারবার সহ পাচারকারী আটক
৩১, অক্টোবর, ২০১৯, ১২:৪৪ অপরাহ্ণ -

আসাদুজ্জামান রিপন(বেনাপোল -যশোর) :

যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোষ্ট হতে ২.৩২৯ কেজি স্বর্ণসহ ০১ জন আসামী আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ নজরুল ইসলামস জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রুতিতে অদ্য ৩১ অক্টোবর ২০১৯ তারিখ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ আশেক আলী এর নেতৃত্বে আরআইবি তথ্যের ভিত্তিতে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে আনুমানিক ০৯৫০ ঘটিকায় যশোর হতে বেনাপোলগামী একটি লোকাল বাস তল্লাশী করে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে ০১ জন ব্যক্তির দেহ তল্লাশী করে ২.৩২৯ কেজি (২০ টি স্বর্নের ভার) উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ১,১৬,৪৫,০০০/- (এক কোটি ষোল লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা। আটককৃত আসামী মোঃ নুরুল ইসলাম (৩৩), পিতা মোঃ আকবর আলী, গ্রাম-পোড়াবাড়ী, ডাকঘর-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। উল্লেখ্য স্বর্নের বারগুলো আসামীর পায়ের সাথে বিশেষ ব্যবস্থায় বাধা ছিল। উদ্ধারকৃত স্বর্নের বার ও আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।