১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহমুদা হোসেন মলি’র উদ্যোগে পাঁচ শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।।
৮, মে, ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

বাংলাদেশ যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার অন্যতম শীর্ষ নেত্রী ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদা হোসেন মলির উদ্যোগে ৭ মে ২০০১ শুক্রবার পবিত্র রমজান মাসে করোনাভাইরাসজনিত লকডাউনকালীন সময়ে তার আম্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওমহলস্থ শশুরালয়ের সামনে ও বিভিন্ন এতিমখানা সহ শহরের বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক প্যাকেট ইফতার বিতরণ করা হয়।

জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহমুদা হোসেন মলির উদ্যোগে ইফতার বিতরণ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন তার স্বামী বিশিষ্ট সমাজসেবক মঞ্জুর হোসেন মৃদুল৷ ইফতার বিতরণকালে মাহমুদা হোসেন মলি’র শশুর অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম হোসেন ফিরোজ,পুত্র মাহির,কন্যা মহিমা সহ তার পরিবারের সকল সদস্যগণই উপস্থিত ছিলেন।

এসময় ময়মনসিংহের সর্বজনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় আমরা ময়মনসিংহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা ইফতার বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।
মাহমুদা হোসেন মলি “তথ্য প্রতিদিন” কে বলেন, ” সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পবিত্র রমজান মাস ও করোনাকালীন লকডাউনের সময় সাময়িক কর্মহীন,হতদরিদ্র মানুষ, রিক্সাচালক সহ দরিদ্র রোজাদারদের মাঝে রমজানের প্রথন দিন থেকেই আমি পারিবারিক উদ্যোগে রান্না করা খাদ্যসামগ্রী সহ ইফতার সামগ্রী বিতরণ করে আসছি।
আমি বিশ্বাস করি করোনাকালীন এই সংকটময় সময়ে বিত্তবানদের এগিয়ে আসা উচিত মানবতার কল্যাণে,অসহায় মানুষদের সহায়তায়।”
তিনি আরো বলেন, আমি আমার স্বামী মঞ্জুর হোসেন মৃদুল সহ পরিবারের সদস্যদের নিকট ভীষণভাবে কৃতজ্ঞ, তারা আমাকে গরীব -দুঃখী মানুষের সেবা করার জন্য অর্থ প্রদান সহ সকল বিষয়ে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন।
পরম করুনাময় আল্লাহর রহমতে সকলের দোয়া-ভালবাসায় করোনাকালীন সময় ও পবিত্র রমজান মাসের অবশিষ্ট দিনগুলোতেও সাময়িক কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ ও খাদ্য উপহার কার্যক্রম চলমান রাখবো ইনশাআল্লাহ।