১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গাজীপুর গৌরীপুরে আবিদুর রহমানের ওপর হামলার: মেয়র, ইউপি চেয়ারম্যান সহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা
৮, মে, ২০২১, ৮:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান, গৌরীপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার বাদী আবিদুর রহমানের ওপর হামলার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার বিকালে আবিদুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন সহ নাম উল্লেখ ২৬ জন ও অজ্ঞাতনামা ১০/১২ জন।
এর আগে গত ৬ মে বৃহস্পতিবার রাতে আবিদুর রহমান উপজেলার মিরিকপুর গ্রামে এক অসুস্থ্য রোগী দেখতে যান। রোগী দেখে বাসায় ফেরার পথে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় আবিদুর রহমানের ওপর হামলা করা হয়। এসময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
শুভ্রর পরিবারের অভিযোগ শুভ্র হত্যা মামলার অভিযোগপত্রে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নাম থাকায় তার লোকজন আবিদুরের ওপর হামলা করে মোটরসাইকেল ভাঙচুর করেছে।
এদিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন (৩৭) , মোঃ আনিছ (৪০), প্রদীপ বাগচী (৩৭), মোঃ শহীদুল ইসলাম শহীদ (৩২), শ্যামল সরকার (২৮) সহ পাঁচ জনকে আটক করেছে। পরে তাদের মামলাং গ্রেফতার দেখানো হয়।
গত বছরের ১৭ অক্টোবর রাতে পৌর শহরের পানমহালে একদল সন্ত্রাসী শুভ্রকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান বাদী হয়ে ১৯ অক্টোবর গৌরীপুর থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সহ নাম উল্লেখ ১৪ জন ও অজ্ঞাত ৭/৮ জনকে বিরুদ্ধে মামলা করেছে। গত ৫ মে জেলা গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত শেষে ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
শুভ্রর চাচা সাদেকুর রহমান সেলিম বলেন শুভ্র হত্যা মামলার অভিযোগপত্রে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নাম থাকায় আমাদের বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাতে কালীপুর মধ্যম তরফ এলাকায় আবিদুরের ওপর মেয়রের লোকজন হামলা চালায়। এসময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন শুভ্র হত্যা মামলায় ষড়যন্ত্র করে আমাকে আসামি করেছিল। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে বাদীর ওপর হামলার নাটক সাজিয়ে পুনরায় আমি ও আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনিভাবে সব কিছু মোকাবিলা করা হবে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন শুভ্র হত্যা মামলার বাদীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আটককৃত পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।