ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৪ গ্রাম হেরোইন সহ উদ্ধার হয়েছে। বৃহ¯প্রতিবার তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে মাদক বিরোী নিয়মিত অভিযানের অংশ হিসাবে বৃহ¯প্রতিবার ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, ইটাখোলা রোডের রকি ও সেহড়া সুন্সিপাড়ার আবু বক্কর সিদ্দিক ওরফে সকাল। এছাড়া এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালের বাগান বেংগুলাপাড়া থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, এনামুল হক, আল আমিন, রুহুল আমিন ও রুবেল মিয়া। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। শৃক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল