এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের নিয়ন্ত্রাধীন লাল -সবুজের বুকে অবস্থিত আধ্যাত্মিক রাজধানী সিলেটের ঐতিহ্যবাহী কানাইঘাট উপজেলার একটি ইউনিয়নের নাম ১নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি। যে ইউনিয়নে উপজেলার সর্বোচ্চ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা বসবাস করেন,
দুঃখ জনক বিষয়! স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে গেলেও আজো ইউনিয়নবাসী পায়নি তার ন্যায্য অধিকার।
ডিজিটাল বাংলাদেশে সারাদেশে উন্নয়ন হলেও পিছিয়ে রয়েছে ঐ অবহেলিত ইউনিয়নটি। সঠিক নেতৃত্বের অভাবে যুগ যুগ ধরে ঐ ইউনিয়নের সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে।
ইউনিয়নের পুর্ব ও উত্তরে ভারতের সিমান্ত, এবং দক্ষিণে সেতুহীন সুরমা নদীর কারণে ২লক্ষ ৪৮ হাজার জনসংখ্যার ইউনিয়নটি আজ একটি জীবন্ত কারাগারে পরিণত হয়েছে।
গোঠা ইউনিয়ন মিলে যেখানে নেই কোন যানচলাচলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা। এ যেন একটি জীবন্ত কারাগার!
এমনই মুহুর্তে সোচ্চার হয়ে উঠেছে এলাকার একঝাঁক তরুন প্রজন্মরা, নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বেছে নিয়েছে একটি গণআন্দোলনের পথ, ইতিমধ্যে মাঠে নামার সকল প্রস্তুতি সম্পন্ন করে গঠণ করেছে একটি অরাজনৈতিক প্লাটফর্ম ( ১নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি উন্নয়ন পরিষদ)
তাদের সিদ্ধান্ত এটাই যে, গণআন্দোলনই হচ্ছে তাদের একমাত্র সঠিক পথ।
আপনিও শরীক হতে পারেন তাদের এই সপ্ন পুরনের ব্যনারে।
পরিষদের মুলনীতি সমুহ।
চারটি বিষয়ের উপর পরিষদের মুলনীতি।
১/ শিক্ষা ২/ শান্তি ৩/ একতা ৪/ উন্নয়ন।
পরিষদের লক্ষ উদ্দেশ্য সমুহ।
১/ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন করণের জন্য সর্বোপরি চেষ্টা চালিয়ে যাওয়া।
২/ গরীব- মেধাবী শিক্ষার্থীদের সর্বাত্বক সহযোগিতা করে তাদেরকে আগামীর কান্ডারী হিসেবে গড়ে তুলা।
৩/ ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা তৈরী করা।
৪/ সকল ধরনের মাদক ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে রুখে দাড়ানো।
৫/ ইউনিয়নে শিশু-কিশোরদের প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা নিশ্চিতকরণ করা।
৬/ ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাটের উন্নয়ন, ও ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহের দাবিতে জনসচেতনতা তৈরী করা।
৭/ ইউনিয়নে ন্যায় বিচার, যোগাযোগ ব্যবস্থা, ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা।
৮/ গরীব ও হতদরিদ্রদের সরকারি অনুদান নিশ্চিত করা।
৯/ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বৃক্ষরোপণের মাধ্যমে ইউনিয়নকে আলোকিত করা।
১০/ সুরমা নদীর উপর ব্রিজ স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান।