১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় আহত ২
৮, মে, ২০২১, ৯:৫৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান,গৌরীপুর ময়মনসিংহঃ

গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (০৮ মে) সন্ধ্যা ৭টায় গৌরীপুর-কলতাপাড়া সড়কে তাতকুড়া বাজারের কাছে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষ হলে এদূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- অটোরিকশার চালক ডৌহাখলা গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৫), অপরজন একই গ্রামের অটোরিকশার যাত্রী করম আলীর ছেলে সানি (৪২)।

ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরীপুর থানার এস আই শামছুল আলম জানান- কলতাপাড়াগামী অটোরিকশাকে পিছন দিক থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়, এতে চালক ও যাত্রী দুইজনই গুরুতর আহত হয়।
আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।