শামীম খান,গৌরীপুর ময়মনসিংহঃ
গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (০৮ মে) সন্ধ্যা ৭টায় গৌরীপুর-কলতাপাড়া সড়কে তাতকুড়া বাজারের কাছে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষ হলে এদূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- অটোরিকশার চালক ডৌহাখলা গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৫), অপরজন একই গ্রামের অটোরিকশার যাত্রী করম আলীর ছেলে সানি (৪২)।
ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরীপুর থানার এস আই শামছুল আলম জানান- কলতাপাড়াগামী অটোরিকশাকে পিছন দিক থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়, এতে চালক ও যাত্রী দুইজনই গুরুতর আহত হয়।
আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল