১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, ময়মনসিংহ, সারা বাংলা শবে কদর মুসলিম উম্মাহর নিকট গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অনেক বেশি। ……. বিরোধীদলীয় নেতা।
৯, মে, ২০২১, ৭:৪০ অপরাহ্ণ - প্রতিনিধি:

শবে কদর মুসলিম উম্মাহর নিকট গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অনেক বেশি।
……. বিরোধীদলীয় নেতা।

ঢাকা:রবিবার
২৬ বৈশাখ ১৪২৮
০৯ মে ২০২১

পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

শুভেচ্ছা বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, শবে কদরের এ রাতে আল্লাহর প্রেমে সিক্ত হওয়া, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত অর্জনের এক বিশেষ সুযোগ রয়েছে। পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন মহান আল্লাহ। মাহে রমজানের এ রাতেই মানবজাতির জন্য সার্বিক দিকনির্দেশনা, কল্যাণ ও তাদের পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেন বলে ধারণা করা হয়।তাই শবে কদর মুসলিম উম্মাহর নিকট গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অনেক বেশি।

করোনাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন,”এই সংক্রমণ থেকে দ্রুত মুক্তি পেতে মহান
আল্লাহর নিকট বিশেষ দোয়া করি।আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।”

বিরোধীদলীয় নেতা, শবে কদরের গুরুত্ব অনুধাবন করে সবাইকে মানুষের কল্যাণ ও দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শুভেচ্ছান্তে,
মো: মামুন হাসান,
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,
বাংলাদেশ জাতীয় সংসদ।